Ad Code

অনুসন্ধান

6/recent/ticker-posts

About Us


 বাংলা আমার মাতৃভাষা
গাই বাংলায় জয়গান
ভাষা আমার জীবনদাত্রী
নাওভাসাইয়া দরিয়ায়
বাংলা আমার জীবনানন্দ
বাংলা লিখেছেন সুকুমার
বাংলা যদি ভঙ্গ না হত
প্রাদেশিক নয়। জাতীয় তকমা পায়
বাংলা আমার রবীন্দ্রনাথ
বাংলা আমার মা
বাংলায় লিখে রোজগার না হোক
মনের খিদে যে মেটে
হতে পারে বাংলা ক্ষিণ ভারতবর্ষে
নয় দূর্বল ৭১রের পরে
বাংলাই তাই পারে ছিনিয়ে আনতে
মাতৃভাষার সম্মান। 
মানচিত্র পটে কাটাছেঁড়া হোক যত 
পেরেছো কী মূর্হ! ভাষাময়ী বেড়া গড়তে
যদি কোন দিন এক হয়, যেনো দুই বাংলা
ভাষাই, অগ্রদূত
আসুন ক্ষুদ্র কায়েমি স্বার্থ ভুলি।।

Post a Comment

0 Comments